ফাঁস
 
মিজরাবে বেঁচে যায়
আঙুলের ক্ষত
সেতারের তারে
কেটে যায় পাকা ধান
আঙুল আর তারের
ফাঁকে ফেঁসে যায় জীবন
চতুরের লীলায় বৃন্দাবন
নীরবতার তলায়
চাপা পড়ে
দিনমজুরের ঘাম
আলুনি
আলোর বর্ণালীর
একবারে নীচে
অতিবেগুনি
 
এত সব ছাইপাঁশ নিয়ে বেঁচে থাকা
দায়হীন শব্দগুলি ভেঙে দাও
নীরবতার ইটগুলি সাজাও
নীচ থেকে উপরে
কাঁধে


#পঙ্কজ কুমার চ্যাটার্জি।


সুপ্রভাত।
🌷🌵