ফিরে যেতে চাই
 
নাতির বয়স এক বছর
আমার হাত ধরে,
এক পা দু’পা করে,
হাটা শেখে।
সাতদিন পরে
দিলাম হাত ছেড়ে
হঠাৎ সবাই দেখে,
নাতি টলতে টলতে
নিজের পায়ে চলতে
গেছে শিখে।
 
আমার বয়স বাহাত্তর,
চোখে হাই পাওয়ার চশমা,
পরে থাকি নিরন্তর,
খালি চোখে দেখি না দাঁড়ি–কমা।
 
একদিন ঘুম ভাঙতে হয়েছে দেরি,
খবরের কাগজ হাতে নিয়ে তাড়াতাড়ি,
পড়া শুরু করি।
আদ্যোপান্ত পড়ে
কাগজ ভাঁজ করে,
টেবিলে রাখতে যাই যেই,
দেখি সাধের চশমা
পড়ে আছে জলজ্যান্ত সেখানেই।
 
শিশু নাতির চোখে কাল বিকালে
ছিল জীবনের প্রথম বিস্ময়,
আর আমার চোখে আজ সকালে,
জীবনের শেষ শাশ্বত বরাভয়।
 
খুলে অপূর্ণ মনের মুখোশ
ছুঁড়ে জরাজীর্ণ দেহের খোলস,
আবার হতে চাই শিশু,
কৃপা করো মহান যিশু!
 
বাহাত্তুরে থুত্থুরের এ নয় ভীমরতি,
জীবন পথের শেষে উদভ্রান্ত মিনতি।