স্বার্থপরতা
 
আমি ভালবাসা চাই না।
 
আমি চাই কেউ আমার জন্য
অপেক্ষা করুক, দরজা খুলে দিক,
ভাত বেড়ে জলের গ্লাসটা বাড়িয়ে দিক,
একবার জিজ্ঞেস করুকঃ
কাঁচা লঙ্কা, নুন লাগবে কি না।
হাত ধুয়ে রুমাল দিয়েই
মুছে নিতে আমি বেশ পারি।
 
আর পারি কয়েক মিনিটের
এই সম্পর্ক মুছে দিতে।
 
দরকার মত আবার চাইব,
আবার মুছে দেবো।
 
আমি ভালবাসা চাই না।
 
আমি মৌমাছির মত স্বার্থপর।