তুমি জানো না


তুমি আমার গল্পের ধ্বনি-
যা পাহাড়ের কন্দরে হারায়
তুমি আমার স্বপ্নের আকাশ
বলাকা যার বুকের নীলিমা শোষে
তুমি সেই শিল্পী যে
এক ছবির খোঁজে পাগল হয়
তুমি সেই নৃত্য যার ভঙ্গিমা
খাজুরাহোর দেওয়াল থেকে খসে পড়ে
তুমি সেই বেদুইন যে
মরুভূমিতে মেঘের উপর ঘুমোয়
তুমি সেই দ্বীপ যার
গর্ভে বোগেনভালিয়া জ্বলে
.........
তুমিই আমার সব-
কিন্তু তুমি জানো নাঃ
..........
আমার জন্মের আগেই
মৃত্যুর পরোয়ানা এসেছিল
..........
..........
আমি তোমাকে পাবো বলে।