কখন কবে যে কিভাবে তুমি
সন্মোহিত করে ক্লাশগুলো নিলে আমার?
একের পর এক ক্লাশ নিয়ে
পুরো সিলেবাসটাই শেষ করালে ভালোবাসার!


আমার সুপ্ত আগ্নেয়গিরি থেকে
পরম সযতনে উৎসারিত করলে লাভা'র;
ইনভিজিবল 'মিস' হয়ে
আমার ব্ল্যাকবোর্ডের স্বপ্নগুলো
লাল নীল হলুদ চকে করলে কালার!


হরতাল, অবরোধ আর মানববন্ধন
কোন কিছুই কেন একগুয়ে তোমার
পাঠদানে সৃষ্টি করাতে পারেনি
সামান্যতম প্রতিবন্ধকতার!


কখন কবে কিভাবে যে হঠাৎ
এমনটাই মনে হলো তোমার
আমিই হতে পারি তোমার ছাত্র গিনিপিগ
অবজেক্ট তোমার প্রগল্‌ভ গবেষণার!


কখন কবে যে কার প্ররোচনায়
প্রকল্প হাতে নিলে 'প্রণয় পণ্ডিত' গড়ার?
বিস্ময়ে আমাকে হতবাক করে,
জীবন যাত্রায় হোঁচট খাওয়ালে বারবার!


কখন কিভাবে আমার অজান্তে তুমি
কোর্স শেষ করালে প্রগাঢ় ভালোবাসার!
টিউশন ফি ছাড়ে, নিভৃতে দায়িত্ব নিলে
উদাসী নিরক্ষর বোকাসোকা ছাত্রটার!


প্রশংসা করতেই হয় তোমার সাহসিকতার-
'তপস্যা ছিল এক নিরক্ষরকে পণ্ডিত করার';
এখনতো শেষ করেছো 'ভালোবাসার সিলেবাস'
পরীক্ষা নেবে? -নাও। হৃদয় স্পন্দনগুলো মুখস্ত আমার।।