বলা নেই কওয়া নেই, বলেই ফেললে 'ভালবাসি'?
দয়ামায়ার এত অভাব কেন তোমার হৃদয়ের
কখনো কি কাঁপেনি বুক, কাঁপেনি ঠোঁট কারো সরল
সহজ জীবন যাপনের গতিধারাকে হননের?


কেন তোমার জন্মদিনের দিনটা কারোর জন্য
হয়ে যাবে জাতীয় ছুটি দিবস কাটানোর অবকাশ?
কেন তোমার ফুলের নামে নামটা কারোর জন্য
হয়ে যাবে মাঠে মাঠে এক অনন্য ফুলের চাষ?


কেন তোমার অন্তরাত্মা ক্ষণে ক্ষণে হানা দেবে
কারো শঙ্কাহীন সচল বন্দরে?
কেন তোমার বাতাসে উড়া চুলের ঢেউয়ে
হিমশিম খাবে কারো তরী নোঙ্গরে?


তোমার 'দীর্ঘসূত্রতার প্রকাশ' কারোর জন্য
কেন হবে নতুন এক স্বপন বিলাস,
কেন তুমি অবিবেচকের মত কারো শুন্য বুকে
নিনাদ ধ্বনিতে করবে ভালবাসার ত্রাস ?


তোমাকে পুজার পুজারীকে কেন বললে 'ভালবাসি'?
তোমার বিবেচনাহীন এই একটি শব্দবোমায়
কেন করলে এমন উন্মত্ত উন্মাদ!
কেন সাজলে এমন ভালবাসার সন্ত্রাসী?