তোমাকে ভালবাসি তাই
প্রচন্ড এক সাহস নিয়ে আমি বেড়িয়ে পরলাম অজানার পথে
গন্তব্যহীন, সীমাহীন, বনবাসে গভীর থেকে গভীরারণ্যে।


পাহাড়সম বিপত্তিকে যে এত সহজে অতিক্রম করা যায়
কৈ তুমিওতো কখনো শেখাওনি। নিজেই শিখলাম, কিভাবে?
তোমাকে ভালবাসি তাই।


প্রতিটি পদক্ষেপে কি প্রকান্ড প্রতিরোধের মুখোমুখি,
শত শত কীটপতঙ্গ মশা আমাকে ঘিরে ধরে বললো
-"এবার পালাবে কোথায়? ছিটাও যত পারো এ্যারোসল!"
আমিও কি প্রবল আত্মবিশ্বাসেই বললাম - পথ ছাড়ো।
জানোনা আমার সোনার বরণি প্রিয়ার আঁচলের কথা?
ভীত ওরা ছেড়ে দাঁড়ালো পথ কেন জানো?
তোমাকে ভালবাসি তাই।


আমিতো হরর্ দেখতেই ভয় পেতাম,
অথচ দেখ গভীর থেকে গভীরারণ্যে কত হিংস্র জন্তূ জানোয়ার
আমিতো একটুও বিচলিত নই।
জানো! এক শার্দূল এসে পথরোধ করে বললো
-"আহা এমন স্বর্গীয় ভোজনের দিন কখনো আসেনি আগে"।
আমিও কি প্রবল আত্মবিশ্বাসেই বললাম - পথ ছাড়ো।
শূল, খড়্গ, শঙ্খহাতে দেবীকে তোর নেই ভয়?
ভীত শার্দূল ছেড়ে দাঁড়ালো পথ কেন জানো?
তোমাকে ভালবাসি তাই।


একবার আমি অন্ধকারে দড়িকে সাপ ভেবে
মূর্ছা গিয়েছিলাম অথচ দেখ গভীরারণ্যে অচেনা অন্ধকারে
এই আমি একটুও বিচলিত নই।
জানো!লখিন্দরকে দংশন করা কাল-নাগিনী ভয়ঙ্কর ফণা তুলে বললো -"এবার দংশিব তোরে"
আমিও কি প্রবল আত্মবিশ্বাসেই বললাম - পথ ছাড়ো।
প্রিয়ংবদা, শকুন্তলা, বেহুলা যে নামেই ডাকো আমারো একজন আছে
শান্ত, অবনত সর্পিল পথে সে চলে গেলো কেনো জান?
তোমাকে ভালবাসি তাই...