তোমার নিঃশ্বাসের উত্তাপে
দগ্ধ হয়ে আমি
ভিসুভিয়াসের জ্বালামুখে
বহুক্ষণ ধরে বসেছিলাম
হিমশীতল হিমবাহের প্রত্যাশায়।


তোমার স্পর্শের স্ফুটনাঙ্কে
তৃষার্ত হয়ে আমি
সুদীর্ঘ পথ পাড়ি দিয়েছিলাম
এতনা ও স্ট্রমবোলির তপ্ততরল লাভা পানে
তৃষ্ণা নিবারনের প্রত্যাশায়।


তোমার স্তব্ধতার চিৎকারে
শূন্যে ডানা মেলে আমি
বজ্রধ্বনির দেশে ভেসে ভেসে
কান পেতে অপেক্ষায় ছিলাম
কিছুটা নীরবতার প্রত্যাশায়।


তোমার নিঃশ্বাস, স্পর্শ আর
স্তব্ধতাকে এখনো আমি
আকণ্ঠ পান করে চলেছি
ইহলৌকিক সুপেয় সুরা ভেবে
জীবন জয়ের প্রত্যাশায়।