তুমিতো তাকিয়েছো বহুবার আমার দিকে
দেখার মতন করে কি কখনো দেখেছো?
কথাও বলেছো বহুদিন বহুবার
বলার মতন কখনোকি কিছু বলেছো?


অনেক কথাই তুমি বলেছো, আসল কথাগুলোই বলোনি;
মুখে ফুটেনি যেকথা নীরবে তাই শুধু বলেছো।
মধুময় হাসি হেসে হেসে আড়ালে আবডালে তুমি কেঁদেছো
চাপা স্বভাবের 'মহারাণী তুমি' সে কথাটাও কখনো বুঝিনি।


'মনের কথা মনে মনেই বুঝে নিতে হয়,
শব্দের কথামালা গেঁথে নয়'-এমন উদ্ভট ভাবনায় কি তুমি
জ্ঞানপাপী উপাধি দিয়ে অবুঝ নির্বোধ আমাকে
নিঃশব্দে নিপুণ কৌশলে ভর্ৎসিলা বোধহয়!!