তুমি কেমন করে এমন প্রকাশ্যে ঘুরে বেড়াও যূথিকা সাহসিকা?
মাথার উপর ঝুলছে তোমার গ্রেপ্তারি পরোয়ানা
চারিদিকে চলছে র‌্যাব পুলিশের সরব আনাগোনা
তবুও কিভাবে কিসের জোরে তুমি
এতটুকুও বিচলিত না হয়ে বরং
সারাটা নগরজুড়ে দাপটে বেড়াও দেখাও অহমিকা!


কবে হলে এমন স্নিগ্ধ নির্মল সেই তুমি এমন প্রতাপশালী
পুলিশের বুটের শব্দে তোমার কাঁপেনা বদনখানি!
এখন আমি সব জানি। শুনেছি তোমার ধৃষ্টতার কথাগুলি
জেনে গেছি তোমার উৎকোচ লেনদেনের সব প্রণালী।


হওনা কেন তুমি যত বড়ই প্রভাবশালী
আমিও ছাড়ার পাত্র নই, লড়েই যাবো আমার সকল মামলা
অতি সংগোপনে লালিত স্বপ্নগুলোকে আমার করেছো চুরি
প্রেমের গলায় চালিয়েছো ছুরি, হৃদয়ে করেছো হামলা।


প্রভাব খাটাতেই জানি তুমি যোগ দিলে শেষে সরকারি দলে-
আমিও আশ্রয় নেবো ভাবছি আদর্শশূন্য হলেও বিরোধীশক্তি ছায়াতলে।
হৃৎপিণ্ড চুরির মার্জনাহীন অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে-
ক্ষমা করবো না তোমাকে আমি কখনো কোনো কস্মিনকালে।