তোমার নরম রক্তিম ঠোঁট যখন মধুময় শব্দের ধ্বনি ফোটায়  
তোমার স্পর্শ যখন একটি শীতল আদরের বন্যা বহায়
মাঝে মাঝে মন্ত্রমুগ্ধের আমি যখন কেন যেন হারিয়ে যাই
আমার হৃদয়ের স্পন্দনগুলোকি তখন তোমাকে কোন লহরি শোনায়?


সূর্য্য ওঠার পূর্বক্ষণে রুটিনমাফিক যখনি জেগে উঠি, ইথারে ভেসে ভেসে
দুচোখ জুরে ভাসমান থেকে তুমি কখনো চোখ রাঙিয়ে কখনো মিষ্টি হেসে
যখনি বলে ওঠো- 'হে মানব হে কাঙ্গাল তুমি একদিন না একদিন আমারই হবে'
আমিও নব উদ্দীপনায় উজ্জীবিত হয়ে মেতে উঠি কল্পনার রঙীন উৎসবে।


তুমিতো কখনো উপেক্ষা করোনি, মাঝেসাঝে ভ্রুক্ষেপ না করলেও স্বপ্ন থেকেছে জাগ্রত
ভ্রুক্ষেপহীনতাকে অবজ্ঞা না ভেবে বিমূর্ত কল্পনাকে নিয়ত করেছি প্রপঞ্চিত।
অদীক্ষিত তুমি কোনো অলুক্ষনে যদি সবকিছু দুমড়ে মোচড়ে কর আশাহত
সরল অংক কষতে গিয়ে গরল ফলাফলাশংকায় কখনো কখনো হয়ে পরি সত্যি ভীত।।