তোমার সব কথা আমি শুনবো।
যদি বলো বিষ পান করতে তাও করবো।
তবে আমাকে একটা কথা দিতে হবে
আকাশের নীলের মত লির্ভেজাল সত্য।
তোমার হৃদয় নিংড়ে যে নির্যাস বেরুবে
অমৃত হোক আর বিষ হোক
আমি আকণ্ঠ পান করবো।
যদি অমৃত হয় পান করে
ব্যালে নৃত্যের ছন্দময়তায়
দুজনে বেরিয়ে পরবো বিশ্বলোকের
বাইরের কোন নীহারিকায়।
আর যদি বিষ হয় কথা দাও
এ উন্মাদের নিশ্চল নিস্তব্ধ নিথর দেহটারে
কোলে তুলে শুধু একফোঁটা অশ্রু ঝরাবে
যেন সিদ্ধি ঘটে পেতে তোমারে হাজারো জনম ধরে।।