দিবেই যদি উপহার আমাকে
একরাশ নিঃশব্দ আর নীরবতা!
কেন তবে ঘন্টার পর ঘন্টা আমার ঘরটা
বকবকানি আর খিলখিলানিতে মাতায়ে তুলতে আত্মা?


তুমিতো ভেবেছো চোখের পানির আছে যতটা ফোঁটা
উপহার হিসেবে অনেকই সস্তা তাই সেটা দিলে বস্তা বস্তা
এটা জানোনা সজনীগো তুমি সেটাও যে অনেক দামী
সাগর ঢেউয়েই দুলেছো শুধু দেখোনি অশ্রুর ঊর্মি।


অশ্রুবারি ধরণীতে নাকি সবচেয়ে মুল্যবান
কেউ জানেনা মুল্য যে তার যার কাঁদেনি প্রাণ
যার চোখ কাঁদে কারোর জন্য ভালোবেসে সে হয়েছে ধন্য
তাইতো তোমার উপহার পেয়ে হলাম গরীয়ান।