আমাকে এমনভাবে দেখো
যেন কোনদিন দেখোনি।
তুমি আরো কাছে আসো
যেন কখনো আমার মুখোমুখি হওনি।


আমাকে এমনভাবে কাছে টানো
যেন কখনো আকর্ষনবোধ করোনি,
মহাশুন্য থেকে যতই কাছে এসেছো বসুমতির
ভূকেন্দ্রের তীব্রটানে যেন নিরুপায় তুমি হয়েছো অধীর।


আমার জন্য এমনভাবে অপেক্ষা করো যেন
অপেক্ষাটার কোন গরজই নেই, তুমিও অপেক্ষায় থাকোনি
তবুও এসেছে বসন্ত ফাগুন, বনে বনেও লেগেছে আগুণ
হিমালয়ের হিমেল হাওয়া আর বরফের জমাটও থামেনি।


আমাকে এমনভাবে চাও যেন তোমার সব চাহিদাগুলো
তোমার অজান্তে আমার স্কন্ধে বিশাল এক ঝোলাতে বাঁধা
যে বাঁধন খুলতে জাগতিক সবার অক্ষমতাগুলো
ভয়ে ভয়ে বলবে আমাদের কারো নেই এতো স্পর্ধা!


তুমি আমার আরো অনেক অনেক কাছে এসো
যেন ভালবাসার হাডুডু খেলতে বসেছি আমরা দুজনে মিলে
পৃথিবীর বৃহত্তম সুনামি অথবা ভূকম্পনের মতো
মহা থেকে মহাপ্রলয়ংকরী এক ঘূর্ণিঝড় তুলে।।