তুমি কোথায় থাকো? ঠিকানাবিহীন অচেনা কোন অজানায়?
তোমাকে আমার কবিতার পাহাড় উঠেছে উঁলু ধরা আস্তানায়।


উঁইঢিবির সেই উলু পোকাগুলো কবিতা কেন যে এত ভালোবাসে!
অক্ষর আর শব্দছন্দ'কে তৃষালু পাঠক যে সে আকন্ঠ গেলে গোগ্রাসে।


উচ্ছিষ্ট যেগুলো সেগুলো না হয় অনাহারীর আহার হবে উইঢিবিতে
নচেৎ আহত কবিতাগুলো আশ্রয় নেবে কোন ভাঙ্গাড়ির চাঙ্গাড়িতে।


তথাপি তোমাকে আমি কতনা কবিতা লিখি দিবানিশি অনুক্ষণ
কবিতার চিঠি পাবেনা জেনেও তবু লিখি, সে যে  আমার প্রয়োজন।


তোমাকে লেখা শেষ কবিতাটা নেই কেন যে কোন চেনা আস্তানায়
অনেক খুঁজেছি পাইনি কোথাও তবে কি সে পৌঁছে গেল তোমার ঠিকানায়?


কবিতাটা কি অবশেষে মেললো ডানা তোমার ঠিকানায়
তোমার বাহুতে তোমার আদরে থাকুক তোমার ছোঁয়ায় ।।