ঘুম ঘুমা ঘুম রাত্রি শেষে
হাসছে সূর্য পূব আকাশে।


ফুটলো রে ঐ ঊষার আলো
নতুন দিনের রং ছড়ালো।


আঁধারে ঘেরা সব ঘরগুলো
নব আলোকের দোর খোলো।


নতুন আরেক সুযোগ এলো
দিনটা করো আরো ধারালো।


স্বপন পূরণ করার সুযোগ
আর যেন ভাই না হয় বিয়োগ ।


কাজে'তে লাগাও আজ'টাকে
সাজাতে প্রশস্ত আগামী'কে।


অগোছালো আর এলোমেলো
অতীত দিনের গ্লানিকে ভোলো।


ফুটলো নতুন প্রভাতী আলো
দিনটা সবার কাটুক ভালো।


চিত্তে তোমার দৃঢ়তা ঢালো
আগামী হোক আরো জাঁকালো ।


সূর্য আড়ং-এর আলোকপাত
সব্বাইকে জানাই সুপ্রভাত ।।