মাঝরাতে ঘুম ভেঙে ছাদে উঠে একা একা
হেটে বেড়ানো সময়ের পাশে কিছুটা নিঃসঙ্গতা ছিল।


আমার একান্ত কিছু জমানো মৌনতা ছিল
বুকের ভেতর সযত্নে রাখা কিছু স্তব্ধতা ছিল।


শহরের সবচেয়ে নিঃসঙ্গ বাড়ির ঠিকানা
সঙ্গোপনে বুক পকেটে যোগাড় করা ছিল।


সাদা বাড়িটার দরোজায় একা দাড়িয়ে
তিনবার বেল বাজানোর ইচ্ছেটা ছিল।


এক সন্ধ্যায় তোমার চোখের নীচের শুন্যতা
আমার সব থাকা না-থাকা নিয়ে, মৃত্যুর ছায়া হয়ে দাঁড়িয়ে ছিল।


(২৩ আগস্ট ২০১৪)