বহুদিন ধরে নীল-আকাশে
মেঘ উড়ে;
বৃষ্টির জল ঠিকানা খুঁজে
বহুদূরে।


চেনা গায়ে অচেনা পাখীটা
সুর তুলে;
শান্ত নদীটা বুনো জঙ্গলে
পথ ভুলে।


মেহগনি পাতার ফাঁকে রোদ
কথা বলে;
ঘুম ভাঙ্গা স্বপ্নটা হাতে নিয়ে
জীবনটা চলে।


(১৪।০৬।২০১৩)