আশ্বিনের এই রোদের তপ্ত দুপুরে
কপাল থেকে জন্ম নেয়া ক্লান্তির ঘাম,
জলের ফোঁটায় একা একা শান্তি হয়ে ঝরছে
বহুদুর থেকে ভেসে আসছে কল্পিত কিছু মেঘ
অতি ধীরে রোদ-ঘড়ির কাঁটায় নামছে বিকেল...


ভাবছি, কোথাও কোন পলিথিন মোড়ানো
টং দোকানে ইচ্ছে মতো ঢুকে যাবো,
তারপর, দিয়াশলাইয়ের কাঠি আর বারুদের সংঘর্ষ হবে
ধুম্র শলাকার অগ্রভাগে আগুনের নরম আঁচে
হেঁয়ালি দিনের ভাবনাটা, একটু উজ্জীবিত করে নেবো...


হলুদ আলোর পর নীল নীল ধোঁয়ায়
স্বপ্নেরা হাওয়ার উড়বে দিক্বিদিক,
চোখের তারায় নাচবে অসীম শূন্যতা
হতাশার গর্তে নিমজ্জিত স্তব্ধতায় দেখবো
ভাঙ্গা কাঁচের টুকরোর মতো ছড়াচ্ছে নিঃসঙ্গতা…


(২৩।০৯।২০১৪)