দুপুরের জানালায়,
তাকিয়ে দেখি শরতের নীল আকাশে
পেঁজা তুলার মতো ভেসে যাচ্ছে সাদা মেঘ।
মাথার ভেতর একটাই ভাবনা
কবে আসবে ছুটি, অলস বিকেলের হেঁয়ালি কথোপকথন
আর অহেতুক মুখোমুখি বসে থাকার দিন...  


অলস বিকেলে,
সবুজ খোলা মাঠে একা বসে থাকি
দৃষ্টি পরে থাকে একা নীলমেঘ আকাশে
একা দাড়িয়ে থাকা সাদা-বাড়িটার ছাদে;
শহরের সবচেয়ে সুন্দর দিনটা নেমে আসে
মেঘলা বিকেলের রোদ গায়ে মেখে ওই দূরে,
দু’টি পায়রা উড়ে উড়ে কি এমন গল্প করে...


সন্ধ্যার পথে,
আমি বাড়ি ফিরি চাঁদটাকে মাথায় নিয়ে
একদল স্মৃতি বাড়ির উঠানে লুকোচুরি করে
চোখের কোণে লুকিয়ে থাকা স্বপ্নটা, আলগোছে পথে নামে
তারপর রাতের তারার সাথে অচেনা পাখিটা, হটাৎ বলে উঠে
একদিন, ছুটি আসবে... এই ঘরে, এই উঠানে, এই শুন্যতায়...


২৬।১০।২০১৪