মনেপড়ে একদিন,
বৃষ্টি নামের মেয়েটার সাথে
বৃষ্টিতে ভিজে চারুকলা থেকে হাটতে হাটতে
সোহরাওয়ারদি উদ্যানের পাতা ঝরা দেখতে দেখতে
আসন্ন শীতের ঠাণ্ডা বিকেলের হাওয়ায় কাঁপতে কাঁপতে
আমরা দু’জন, শেষ না হওয়া কথার মাঝে পথ খুঁজে খুঁজে
এক সময় ফুলবাড়িয়া পৌঁছে গেছি;


সেদিন ছায়াবীথি’র বাসটা
আমার কাছ থেকে তোমাকে বহুদূর
নক্ষত্রের কাছে নিয়ে গেছে  
আর আমার বুক-পকেটে একাকী ভিজে গেছে,
সেই নীলখাম চিঠি।


জেনে রেখো,
ছায়াবীথি’র মেয়ে বৃষ্টি
আজও আমার রুমালে জড়িয়ে রেখেছি
তোমার ভেজা চুলের স্মৃতি...।


২৭।১০।২০১৪