আমরা সহপাঠী তিন বন্ধু, বৃষ্টির জন্য অপেক্ষা করি
আমাদের বই, কলম, খাতা, পেন্সিল আর ক্যালকুলেটর অপেক্ষা করে
আমাদের সিলেবাস, পড়াশুনা, ইন-কোর্স পরীক্ষার ভীতি অপেক্ষা করে
সেমিনার, লাইব্রেরী, কড়ই গাছের ছায়া আর হাকিম চত্তর অপেক্ষা করে


দুপুরের নির্জনতায়, শীতের কুয়াশায় আলসেমি গায়ে মেখে বসে থাকি
হেয়ালি আকাশের চোখে চোখ রেখে দিন কেটে যায়, নেমে আসে আঁধার
আঁধারের স্তব্ধতায় আমরা বন্ধ মনের দুয়ার খুলি, বৃষ্টির জন্য অপেক্ষা করি।


আমরা তিন বন্ধু; স্যামুয়েল বেকেটের “ওয়েটিং ফর গডো” পড়ি
এক চিলতে রোদ বারান্দায় শুয়ে শুয়ে অপেক্ষা করে, আমাদের বয়স বাড়ে
ছিমছাম বিকেলের আলোয় ভাবি, কখন দু’চোখের সীমানায় আসবে বৃষ্টি।


তারপর একদিন, বৃষ্টি নামের মেয়েটা; কুঁড়ি থেকে পাপড়ি সরিয়ে ফুল হয়ে যায়
অবলীলায় মেলে ধরে নিজেকে; বুকের বাঁধনে উন্মুক্ত পিঠ হাতছানি দেয়
ঠোঁটের কারুকার্য আর নেকলেস আলোর ঝিলিক দু’চোখে নেশা ছড়ায়।


বৃষ্টির খোলা পিঠের রাজত্বে আমাদের আকাশ, বন্দি হয়ে যায়
আর আমরা তিন বন্ধু; বন্ধু থেকে চিরদিনের জন্য শত্রু হয়ে যাই।


(০৪।১১।২০১৪)