গতকাল আকাশটা ছিল, আকাশের মতো
দু’বন্ধু নিকোটিন তৃষ্ণায় ভিজে ভিজে
আগুন মুখে হাটতে থাকলাম; প্যারালাল ইউনিভার্সের ভাবনায়।


গতকাল সন্ধ্যাটা ছিল, সন্ধ্যার মতো
দু’বন্ধু উত্তরবঙ্গের অখ্যাত গ্রামে হেটে হেটে
জীবনের অনুবাদ করলাম, আইনস্টাইনের আপেক্ষিকতায়।

গতকাল রাতটা ছিল, রাতের মতো
দু’বন্ধু জ্যোৎস্নার জলে ডুবে ডুবে
শৈত্যপ্রবাহের ভেতর পথ খুঁজলাম, হাইজেনবারগের অনিশ্চয়তায়।