তুমি বলো,
সব পথ রোমে এসে মিলে যায়;
আমি দেখি,
সব পথ ঘরে ফিরে গেলেও; কিছু লোক চিরদিন ঠিকানা খুঁজে যায়!


তুমি বলো,
সব কাজ শেষ হলে, জীবন গল্প খুঁজে পায়;
আমি দেখি,
দু’চোখে ঘুম আসে না, তবুও দপ করে প্রদীপ নিভে যায়!


তুমি বলো,
বেঁচে থাকা অসীম সম্ভাবনা, বিপুল অহংকার;
আমি দেখি,
রাতের খোঁপায় জোনাকির আলো, সীমাহীন অন্ধকার।


(২৩ ডিসেম্বর ২০১৪)