আজ কোন রোদ নেই
মেঘ মেঘ অন্ধকারে ডুবে আছে সকাল;
কুয়াশা গায়ে মেখে, বসে আছি অচেনা পথে।


আজ কোন কথা নেই
যেন জগতের সব কথা পথ ভুলে
চলে গেছে মৃত্যুর ঝোপের মতো অভেদ্য অন্ধকারে।


আজ কোন কাজ নেই
বাড়ির উঠান জুড়ে কোলাহল, সেতো হারিয়ে গেছে কবে;
তবু গায়ের মেঠো পথ, হিজলের বন; কেন হ্রদয়ে এতো কথা বলে।  


আজ কোন গল্প নেই
ঝিঁঝিঁরাতে জোছনার আলোয় ভিজে ভিজে
সাদা ভাতের সুঘ্রাণময় কবিতাগুলো বেঁচে আছে।


(২৯ ডিসেম্বর ২০১৪)