একদিন
অকালের বৈরী বাতাসে
মরা গাছের ডালে ঝুলে পাখির বাসা;
একলা থাকার হাহাকার বুকে নিয়ে
গাঁয়ের অস্পষ্ট সরু সাঁকোটা দুলতে থাকে
শীতরাতে জমে যাবার অপেক্ষায়।


একদিন
অহেতুক আকাশ ভেঙে বৃষ্টি নামে
বসে না মন আর, ভর দুপুর বেলার আড্ডায়;
যারা চলে গেছে কিংবা যারা কিছুই না বলে দূরে চলে যায়
ইচ্ছে হয় তাদের কানে কানে বলি, কতটা হাহাকার বুকে জমা হলে
এভাবে দূরে চলে যাওয়া যায়?


একদিন
কোন একদিন ঘু ঘু ডাকে দূরে
আর দৃষ্টি পড়ে থাকে মাঠের শেষ সীমানায়
এদিকে রৌদ্রেরা পায়ের কাছে এসে, অহেতুক গড়াগড়ি খায়।
তারপর, একদিন পৌষের দুর্বিষহ শীতের রাতে
একরাশ হাহাকার, আমাদের নীল খাম চিঠি দিয়ে যায়।


(৩০ ডিসেম্বর ২০১৪)