আজ সকালে বৃষ্টিময় মেঘ সরে যেতেই
মাথার উপর এলো তাপহীন উজ্জ্বল রোদ্দুর;
পায়ে পায়ে সকালটা চলে গেলো দুপুরের বাড়ী।


শিউলি ফুলের দল তাদের ঘ্রাণ হারালো
শিশির শুকিয়ে, শিউলি বোঁটার রঙ এখন ফিকে
শান্ত হয়ে পড়ে আছে, একরাশ আকাশের নীল।


সুবর্ণরেখা ধরে, একা একা দাঁড়িয়ে আছে নদী
দূরে ঘুমে থাকা ট্রেনের আশায় নীরব ইস্টিশানে
সুসজ্জিত পোশাকে অপেক্ষায় আছে মৃত্যু...।


দুপুরে মৃতদেহের পাশে পাঠযোগ্য স্মৃতিচিহ্ন
ধুয়ে মুছে একাকার, অকালে ঝরতে থাকা বৃষ্টিতে
ঘোর-লাগা-ভুলগুলো চিরদিন রয়ে যাবে, অরণ্যের অধিকারে।


বৃষ্টিতে ভিজতে ভিজতে রেলগাড়ি, বহুদূর বিকেল পারি দিয়ে
সন্ধ্যায় যাবে সুরমা নদীর তীরে; এদিকে এক বুক বেদনা নিয়ে
লাউয়াছড়ার চাঁদ রাতে, হয়তো একদিন পালকের মত ঝরে যাব।


(১৩ মার্চ ২০১৫)