খুব বেশিদিন
কেউ কারো পাশে থাকে না
পাশাপাশি বসে না স্কুলের বেঞ্চিতে
না হলে সন্তোষের বন্ধু ইউসুফ
কেন অকারণে হারিয়ে গেলো।
হাতে সিগারেট চায়ের কাপে ঝড়
কলেজ ক্যান্টিনে রাজনৈতিক উত্থান পতন
বেশিদিন থাকে না উত্তেজনা,
অসিউর, রেজাউল যখন মৃত্যু সংবাদ হয়।
প্রেমিকার সাথে চমৎকার বিকেল
সে বিকেল সন্ধ্যায় নামতে নামতে
সোহাগের ফোনে সংবাদ রাজিব নেই
অহেতুক মনে হয় বিশ্ববিদ্যালয় জীবন।
কেউ কেউ বেঁচে যায়
আমার বন্ধুরা অনেকেই শিলিগুড়িতে
বাস অ্যাকসিডেন্ট করেও দিব্যি বেঁচে গেছে
তবু লিটন ভাই, চলে গেল আমাদের ছেড়ে।
খুব বেশিদিন
কেউ কারো পাশে থাকে না
তবুও বিকেলে প্রেমিকার ফোন আসে
প্রতিদিন টুকরো টুকরো হয়ে মিশে যাই
জীবন সংগ্রামের ব্যস্ততায়, মহাকালের পথে...।


প্রকাশঃ খেয়া সাহিত্য পত্র, জুলাই – ২০০৩