বৃষ্টি নামের মেয়েটি
হেঁটে বেড়ায় তেপান্তরের মাঠে
সময় দাঁড়িয়ে থাকে একা, আমার ঝুল বারান্দায়।


কোলাহল পেরিয়ে
রোদের আস্ফালন মেখে গায়, পথে নামি
ধুলোয় মিলিয়ে যায় ছায়ামগ্ন কিছুটা অহংকার।


সমুদ্রস্নানের পর
শরীরের ঘ্রান আড়াল করে লবণ
রাতের নিস্তব্ধতায়, প্রতিশ্রুতি বেঁচে থাকে ঠোঁটের কোনায়।


(১৫ মার্চ ২০১৫)