আমার ঘর জুড়ে
একটি নরম আচ্ছন্ন অবসাদ
যেন শীতের রাতে, মৃত্যু বুকে জেগে আছে বিষাদ দরোজায়।


তুমি তোমার ঘরে
মেঘের মতোই ঘন হয়ে বসে আছো,
একা অবসন্ন, যদিও চলছে বর্ষণ বিকেলের জানালায়।


তোমার পায়ের কাছে
একাকী ঘাস ফড়িং এই অবেলায়
ছোট্ট ডানার ঝাপটায়, কি এমন কথা বলে অচেনা ভাষায়!


বারান্দায় বসে দেখি,
রাতের জোনাকিরা এখনও ভীষণ অভিমানী
তারার মতো ফুটে আছে তোমার প্রতিশ্রুতি, শহুরে নিঃসঙ্গতায়।


(১৬ মার্চ ২০১৫)