শর্তহীন কিছু চাওয়া
ইচ্ছে-খাতার পাতায়
পড়ে থাকে টেবিলের উপড়ে
উই পোকাদের অপেক্ষায়।


অর্থহীন কিছু কথামালা
প্রজাপতির মতো
ডালপালা মেলে
উড়ে বেড়ায়; এই অবেলায়।


সন্ধ্যার আহ্বানে
আমি দেখি; ঝিঁঝিঁ পোকার দল
ডানা দুটো একসাথে ঘসে-ঘসে
সঙ্গীকে আকর্ষণের শব্দ ছড়ায়।


রাত-ভর একাকী
জোনাকিপোকার আলোয়
স্বপ্নের জাল বুনি;
চকচকে সোনারোদ দিনের আশায়।


(০২ এপ্রিল ২০১৫)