অনেক দিন পর
সহসাই মেঘের রং
নতুন পাতার ফাঁকে হাসে
একশ একটা স্বপ্ন হারিয়ে যায় বাতাবী বনে
এভাবেই শেষ হয় দুপুর, বিকেল, রাত।


অলস মনে
বেদনার নীল খেলা করে
একঝাঁক বুনো পাখির মতো
কি খুঁজছি প্রতিনিয়ত এই শহরে?


দুঃখগুলো জানে
ওরা আমারই থাকবে সযত্নে
দূর অতীতের মেঠো পথের ধুলো
তোমার চলে যাওয়া সেই বিকেল
কিংবা যেদিন চলে গেছে, তাদের কি হবে?


তুমি কি দেখেছো
তোমার সেই বিকেল শেষে
কত অহেতুক সকাল, বিকেল, রাত নিয়ে
বেঁচে থাকার অভিনয় চলছে পৃথিবীর পথে।


(২৫ মার্চ ২০০২)