এই যে মানুষের কোলাহল
বিচিত্র জীবন, জীবিকা, ব্যস্ততা
এরই মাঝে খুঁজে নিতে হয়;
প্রশান্ত জলাশয়।


যা কিছু দেখছি, তাকে কি অনুভব করছি?
যে মানুষটা হাত বাড়িয়ে দেয়, সেই দুষ্টমির ছলে দূরে চলে যায়
যে মানুষটা মিষ্টি করে হাসে, সেই আবার হাসতে হাসতে দুঃখ লুকায়।


যা কিছু ভাবছি, তাকে কি ছুঁয়ে দেখছি?
যে মানুষটা অহেতুক কথা বলতে থাকে, তারপর কথায় কথা হারিয়ে যায়
যে মানুষটা স্বপ্ন ফেরি করে, তারপর সে নিজেই স্বপ্ন হয়ে রোদে মিলিয়ে যায়।


যা কিছু দেখছি, যা কিছু ভাবছি
এরই মাঝে খুঁজে নিতে হয়;
প্রশান্ত জলাশয়।


(২৪ মার্চ ২০০২)