একদিন ইচ্ছে হলেই
তারার সিঁড়ি বেয়ে চলে যেতে পারতাম
স্বপ্নের দেশে।


একদিন ইচ্ছে হলেই
পৃথিবীকে দাড় করিয়ে রাখতে পারতাম
ঘড়ির কাটায়।


একদিন কবিতার জন্যে
একা একা বহুদূর হেঁটে গেছি,
খুঁজেছি তেপান্তরের সীমানা।


একদিন নতুন শব্দের জন্যে
ভালবাসা অবহেলায় ছুড়ে ফেলে
দু’হাতে ধার করেছি, শুধুই যন্ত্রণা।


আজ হারিয়ে যাওয়া সেই দিনটির জন্যে
মনের ভেতর ভাঙতে ভাঙতে, টুকরো হতে হতে
মিশে যাচ্ছি এই আমি; মৃত্তিকায়।


(২৭ জুলাই ২০০২)