নীল রুমালে জড়িয়ে রাখি
একলা থাকা দুপুর।
মেঘমালারা নতজানু হয়
বাজে বৃষ্টির সুর।


জানালায় ওপাশে রোদ পোহায়
একাকী ক্লান্ত বিকেল।
নির্জনতার ঘ্রাণ বুকে নিয়ে
আকাশ হয়ে যায় নীল।


অন্ধকারে চুপচাপ রাত
ঘড়ির কাটায় চলে।
ঘুম ভাঙলেই শুন্য পৃথিবী
বিদায়ের কথা বলে।


(১৪ এপ্রিল ২০১৫)