কি আশ্চর্য চাঁদ উঠেছিল সেদিন
পঞ্চমীর রাতে।
স্তব্ধ রাতের মায়ায়
নিঃশেষ হয়েছিল আজন্ম শূন্যতা।
শালবন বিহারের পথে আমরা দু’জন
সবুজ অরন্যকে দেখেছিলাম শুভ্রতায়।


আজ পূর্ণিমায়
সেই পুরনো রাতটা
চোখের কোণে বেঁচে আছে।
নতুন জ্যোৎস্নার বন্যায়
ধুয়ে মুছে যাচ্ছে কত শত স্মৃতি।


কি আশ্চর্য চাঁদ উঠেছিল সেদিন
পঞ্চমীর রাতে।


(০৭।০৬।১৯৯৯)