বুকের সীমান্তে
আদিগন্ত নিশীথ সূর্য
নিষিদ্ধ কান্নার সুনিপুণ কোলাহল।


জনস্রোতে মুখ লুকায়
সীমাহীন আঁধার, অবাধ্য মেঘ
গোলাপি আকাশে উড়ে একা গাঙচিল।


এই পথে, জনপদে
নারীর জরায়ু থেকে ছিটকে পরে
রক্তাক্ত মানব সন্তান।


আমি, তুমি, আমরা
চেয়ে চেয়ে দেখি, তারপর চোখ বুজে থাকি
আর আমাদের সাথে চোখ বুজে থাকে রাত্রি।


(১১।০১।২০০৪)