এই যে তুমি তাকিয়ে আছ,
কোন দিকে, কোন সুদূরে!
আসলেই কি তাকিয়ে আছ?


আদিগন্ত তাকিয়ে আছো
মনে মনে ছবি আঁকছো,
মনেই গড়ছো নীড়।


ইচ্ছে হলেই ভাবতে পারো
যখন তখন হাসতে পারো
সময়টাকে ঘুড়ি বানিয়ে দিব্যি কাটাও দিন।


ঘুড়ি যতই স্বাধীন ভাবো
আসলেই কি স্বাধীন?
ভেবে দেখো, নাটাই হাতে অন্য কেউ উড়ায় ঘুড়ি।


মনটা যতই ভাবছো স্বাধীন
আসলে ভুল, উড়তে থাকা ঘুড়ির মতো
তোমার আমার মনটা, নীল আকাশে পরাধীন।


(০৮।০৩।২০০৪)
অনুপ্রেরণাঃ "Reality is merely an illusion, albeit a very persistent one." --- Albert Einstein