“কোনদিন, বলিনি কথা...
এভাবে, এরকম পরিত্যক্ত দিনের সাথে...”


গতকাল রাতটা মরে গেলো
আমি একটা চেয়ারে বসে রইলাম,
দিন-রাতের বুকে জমে থাকা এক একটা মুহূর্ত
আমার হাতে খেলা করলো,
আমি বাতাসে একটা হালকা নিঃশ্বাস নিলাম
নাহ, এভাবে আর হবে না...।


তুমি খুব আলতো করে কথা বললে,
ফোনে সুকৌশলে বুঝিয়ে দিলে আশাহীন
ব্যাক্তিগত হতাশার ব্যাকরণ।


মাঝরাতে তোমার কণ্ঠ; ফোনের এই প্রান্তে
যেন কান্না, এসে স্তব্ধ করলো আমাকে
একটু চেষ্টা, একটা অনুরোধ, বেঁচে রইল দুঃখ নির্মাণে।


(২৬ মে ২০০৫)