যতদূর দৃষ্টি যায়
তোমার চুলের আঁধার
আর শহরের আকাশে
আষাঢ়ের এলোমেলো মেঘ।


নির্জন সকালে
সময়ের হাত ধরে
আমি পথ হাটি একা
আমার ছায়াটা মুচকি হাসে
বলে, কিছুক্ষণ পরেই দৈর্ঘ্য-প্রস্থে বড় হয়ে যাবো আমি।


নির্লিপ্ত বেদনার নীল
বুকে নিয়ে, কতটা পথ পারি দিলে
খুঁজে পাবো, দুর্বোধ্য আঁধারের সীমানা?
জানিনা, তবু আমি পথ হাটি মেঘে মেঘে।


এইসব দূর্বাঘাস, শূন্যতা
পথিকের পায়ে হাটা পথ
ভীষণ অসম্ভবের দরজায়
আলতো হাতে কড়া নাড়ে।


চেয়ে দেখো, ঐ দূরে ছুটে চলে দিন
আর তুমি কি নির্বাক, নিরুত্তাপ ভাল থাকো!
যেমন শহরের বিষাক্ত কালচে আকাশে
আষাঢ়ের মেঘ অবিকল তোমার মতোই ভাল থাকে।


(২৭ মে ২০০৫)