“কোনদিন, হয়নি এমন
এভাবে, এরকম একা একা সারাদিন...”


আহ!
সেই উজ্জল আলোর দিন
পহেলা বৈশাখে তোমার নতুন শাড়ি
তারপর রমনায় হই-হুলোর
আর বুয়েট ক্যাফেতে সন্ধ্যার কথামালা


তুমি কি কখনো  
একটা দিন, একাকী স্মৃতির পাশে দাঁড়াবে


চল প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে আসি
আমার হাতে খেলা করুক সকাল বেলার রোদ্দুর
ওদিকে তোমার শাড়ির আঁচলে লাগুক অচেনা বাতাস
  
নিঃশব্দ মনের ভেতর আমরা
আঁকিবুঁকি করি সেই পুরানো স্বপ্নের দিন
যেখানে এখনো নিঃসঙ্গ চিল উড়ে যায়
একাকী নীল আকাশে খেলা করে, রোদ্দুর।


(২৭ মে ২০০৫)