“কোনদিন, হয়নি এমন
এভাবে, আমি ও একমুঠো নিঃসঙ্গতা...”


সূর্যের আলো পশ্চিমে টেনে নেয়
অবাধ্য প্রকৃতি
পৃথিবীর দেহ থেকে আলোর শাড়ি
খসে পড়ে
পাশাপাশি বসে থাকে নিঃসঙ্গতা
আর অন্ধকার।


গীটারের সুর নিয়ে সেলফোন বাজে
তুমি জানতে চাও, কেন রোজ রোজ ফোন করতে বলি?
সুন্দরী আমিতো আগেই বলেছি, “ভালবাসি”
ভালবাসা মানে একশ একটা যন্ত্রণা নিয়ে ভাবনা সীমাহীন।


জীবনের বাঁক ঘুরে যখন পেছনে তাকাই
দেখি একটা সরলরেখা এলোমেলো
হেঁটে গিয়ে বহুদূর, খুঁজে পায় পেন্সিলের শেষ দাগ, “শূন্যতা”।  


জীবনে যে পারে, সে পারে সঙ্গীত
যে পারে, সে রাঙ্গাতে পারে জীবন।
যে পারে, সে লাগায় শরীরে সঙ্গীতের মূর্ছনা
তারপর সমস্ত রাত্রি জেগে জেগে; সেই বাজায় শরীর।


(২৮ মে ২০০৫)