“কোনদিন, যখন বৃন্দাবন নিয়ে
এভাবে, এরকম আমার হাতে খেলা করে রূপকথা...”


নিবিড় সবুজ প্রান্তরে
কি সুখে খেলা করে রাখাল, নিত্যদিন।
কেন হরিণীর চোখে,
এতো কোমলতা।


চেয়ে দেখি এই অবেলায়
তোমার হাসির আড়ালে, বেঁচে থাকে
একশ একটা নদী আর রূপকথা।


আকাশে বাতাসে
ভেসে বেড়ায় বাঙ্গালী নিয়তি
লখিন্দরের সনে বেহুলা ভাসায় ভেলা।


তারপর মরা আলোর রাতে
জেগে উঠে ধূসর পৃথিবী
গেরুয়া বসনে গায় গান বোস্টমি
মন্দিরা বাজে, কণ্ঠে নাচে বৃন্দাবন...
“রাঁধার সনে কৃষ্ণের হবে কি মিলন?”


(০৫ জুলাই ২০১৫)