“কোনদিন, যখন এইসব অন্ধকার
এভাবে, রাত্রিকে কিনে নেয় সস্তায়...”


শূন্যতা হচ্ছে শুরু
তারপর চারাগাছ, লতাপাতা
একদিন বৃক্ষ, ফুল, ফল পরিপূর্ণতা।


স্তব্ধ বিকেলের প্রান্তে
পুকুরের জলে লাগে ঢেউ
প্রশ্ন সাপেরা মাথায় কিলবিল করে
জোনাকির হাত ধরে আসে সন্ধ্যা।


ধীর পায়ে নিজেকে সামলে চলি,
এক হাতে স্বপ্ন নিয়ে
রাতের শরীরে মুখ লুকাই।


ভাবনার একপ্রান্তে প্রশ্ন কাঁদে
তুমি একবারও খুঁজে দেখনা,
তোমার মনের গহিনে, এই আমাকে।


(০৬ জুলাই ২০১৫)