“কোনদিন, যখন ইচ্ছেগুলো পরে থাকে
এভাবে, পতিত ফুলের মতো ছড়ানো ছিটানো...”


এই পৃথিবী
যখন ছাদহীন খোলা প্রান্তর
তখন নির্বোধ রোদের আস্ফালনে
দেখি কুয়াশার মিহি চাদরটা
ক্রমেই মিলিয়ে যাচ্ছে দূরে কোথাও...


সমস্ত সমুদ্রের ঢেউ বুকে নিয়ে
চাঁপা আর্তনাদে কাঁপে নিরুপায় মাটি
নিজের চুল খামছে ধরা রোদন নিয়ে
আমার একাকী পথ, আমিই হাটি...


চেয়ে চেয়ে ইচ্ছেগুলোর পতন দেখি
তোমার মতো একটি ফুল ঝরতে দেখি
আর ময়ূরাক্ষী নদীটাকে মরতে দেখি,
তারপর...
পথ ভুলে, অন্যপথে চলতে থাকি।


(০৯ জুলাই ২০১৫)