“কোনদিন, যখন পৃথিবীর পথে পথে
এভাবে, নিরুপায় অবদমিত আমি পথ হাটি...”


তোমার নদীটা আমাকে দাও
শীতল স্পর্শে ভুলিয়ে দাও আমার বিষাদ
মোহন মহিমা তোমার, দেখাও আমায়...


তোমার পাহাড়, অরন্য আর পৃথিবীর পথে
আমাকে করে নাও আজন্ম পথিক
সুযোগ দাও পথের বাঁকে পথ হারাবার...


আমার হাতে শত জন্মের নিঃসঙ্গতা
যদি চাও পেতে পারো প্রাচীন এক দেশ
ধুলোয় ধোঁয়ায় হারানো দুর্বোধ্য অন্ধকার
আর ধ্বংস নিয়ে পড়ে থাকা মহাদেশ...


আরও যদি চাও তবে, দিতে পারি
একটি সকাল; যার বুকে জমে থাকে চিরদিন
জন্ম মৃত্যু আর দহন কাল।


(১০ জুলাই ২০১৫)