তোমার চোখের ভেতর
কাঁচের পুকুরে ডুবে যাই
ডুবে ডুবে আবার ভেসে উঠি


শীতল পাটিতে অলস দুপুর ঘুম
দিগন্তে মেঘের সংসার; উঁকিঝুঁকি
টইটুম্বুর বৃষ্টির ছোঁয়ায় কেঁপে উঠি


হাতে হাত ঘষে গরম করে
সারাদিন উষ্ণতা বাড়িয়ে চলি
দু’চোখে গাঢ় ঘুম; তবুও লিখি চিঠি


নীরবে জ্যোৎস্নার বনবীথিতলে
জোনাকির আলো নীল হয়ে জ্বলে
ঘুম ঘুম রাত তবুও জেগে উঠি।


রাত ঘন হয়ে এলে;
দু'হাতে স্বপ্নের সীমানা বাড়িয়ে চলি
তোমার স্বপ্নেই বেঁচে উঠি।
-----------------------------------------
নিসর্গ-২ © খোরশেদ খোকন । ২৫/০৯/২০১৫