এখন আমি বদলে গেছি প্রিয় ,
পলাশ ভালবাসিনা আর...


সম্পর্কটা ধীরে ধীরে উপসংহার লেখে
অঙ্কের প্রথম ব্রাকেট , তৃতীয় ব্রাকেটের থেকেও শক্ত হয়...
চেনা মুখটা পাস ফিরে শোয় ,
গায়ের গন্ধে বিরক্তি লাগে তার ...


এখন মনের ঘুড়িটা আকাশে একা
হওয়ায় এলোমেলো ওরে চুল ...
জীবনে পুটের অঙ্কটা খুব সামান্য
আবার কিন্তু তিন ছক্কাটাও ভুল...


যাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত তুমি ,
তার আবার " নিখোঁজ " তকমা চাই ...
প্রিয় ! বলতে পারো ?
ঠিক কতটা প্রেম করলে ,
প্রেমিক হওয়া যায় ..


কতখানি চুপ থাকলে ,
মুখের ভিতর সুপ্ত থাকে মিথ্যা ...
ভরসার নৌকো যখন টলোমলো ,
পাড়ের কড়ির ষোলো আনাই বৃথা ...


সত্যি আমি এখন বদলে গেছি প্রিয় ,
পলাশ ভালবাসিনা আর...