রাজ্য জুড়ে বিদ্রোহের আগুন ,
রাজার মনে জাগলো ভয় ...
প্রজাদের দাবি - সমাজতন্ত্র ,
আর রাজতন্ত্রের গোলামী নয় ...


পড়শী রাজ্য দিলো হানা ,
নির্মমতার বর্গী বেশে ...
সমাজতন্ত্রে তখন সবাই রাজা ,
নিজের খেয়ালে সুখে ভেসে ...


জ্বললো বাড়ি , আঁধারের সাজে
নৃশংস রূপে মৃত্যুও কাঁদে ...
প্রাণ ভয়ে ছুটলো প্রজা ,
সেই পুরনো রাজপ্রাসাদে ...


রাজা  রাজ্য ছেড়েছে অনেক আগে ,
নিরুদ্দেশ কোথাও জীবন যাপন ...
রাজমহল জুড়ে ধুলোর স্তর ,
শুধু একলা পড়ে সিংহাসন ...


আসলে রাজতন্ত্রে গোলাম হলেও ,
মাথার উপর থাকেন রাজা ...
পরাধীনতা অনেক ভালো ,
অতিরিক্ত স্বাধীনতা শেখায় অক্ষমতা ...


তাহলে রাজা কে ?


ছাইয়ের মাঝে আগুন খোঁজ ,
স্মৃতি জুড়ে অতীতের শাসন ...
রাজার রাজ্যে রাজাও প্রজা ,
রাজা কেবলমাত্র সিংহাসন ...