প্রিয় ! সূর্যের মতো সেও জ্বলে ,
মৃত ঠোঁটে , ঠোঁট খুঁজে নেয় উষ্ণতা ...
ততটা টানে সেও বাঁধতে চাই ,
সূর্যের সাথে পৃথিবীর টান যতটা ...


কল্পনার ভাবনায় বাস্তবের কাটাকুটি ,
গায়ের গন্ধটা বড্ড প্রিয় তার ...
সবাই জানে, রাস্তার ঘর্ষণে ক্ষয়ে যায় চাকা ,
রাস্তার ক্ষততে কি যায় আসে কার ?


পাহাড় চূড়ার মেঘ ছুঁতে চাই সে ,
তবুও সবটুকুই থেকে যায় বাকি ...
প্রেমের বৃষ্টিতে সবাই ভিজতে চাই ,
ভালোবেসে কেও ঝক্কি পোহায় নাকি ?


রুক্ষ যত , শাস্তির হাজার প্রমান ,
পাথর, কবজে ভাগ্যদোষের প্রতিকার ...
ব্লক লিস্ট হয়েও ডায়াল করে সে ,
বোধনের দিনেই বিসর্জন হয় তার ...


কবির দোষে কলমের বদনাম হয় ,
যদি লাইনের মাঝে কমা দিতে ভুলে যায় সে ...
ফোঁপানো ঠোঁট , ভোকাল কর্ডকে থামিয়ে দেয় ,
প্রেমপত্র ছিঁড়ে , এরোপ্লেন বানায় কাগজে ...


মনের ভিতর মেঘ যতটা বৃষ্টি ডেকে আনে ,
প্রতিটা ফোঁটায় ঠিক কতটা ভেজে শহর ?
সমুদ্রের গভীরে ক্রমশ আলো কমে আসে ,
অবসর খোঁজে অক্টোপাসের অষ্টপ্রহর ...